কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়.....
মাটির সোঁদা গন্ধে কি যেন হয়ে গিয়েছিল আমার,
এক ছাতিম গাছের তলায় পুতে রেখেছিলাম আমার আত্মা।
এখন আমি ছাতিম গাছ দেখলেই দাড়িয়ে পরি,
ভালোভাবে লক্ষ্য করি, এটাই সেই গাছটা কিনা,
হয়তো ফেরত চাইব না, শুধু দেখব আছে কিনা আমার আত্মাটা ।।
_ব্লগার টিপু মামা_