Wednesday, September 9, 2015

ভিজবে যখন ভেজাও আমায় দুঃখ কিসের এমন করে মরন হবার।

রাতের আঁধারের কোলে শুয়ে আছে চাঁদ
ভোরের আলো এসে উদি দিয়ে যায় জানালায়
দক্ষিন বাতাস মেলে ধরে আঁচল, ফুলের ঝুলি
সোনালী দিনের পাখি শোনায় গান ঘুম ভাঙ্গানিয়া
অলস্য তেজী ঘোড়ার মত কেবল দৌড়ায়।
তোমার চোখে বৃষ্টি আছে, ভিজবো না
বৃষ্টির মত ঝর্ণাধারা হাসি আছে,
দুঃখগুলো গড়িয়ে গেলে মেঘ হয়ে যায়
সন্ধ্যা হলে আঁধার নামে, ডুবো না। 
আঁচলে তারা বাঁধা আছে সপ্নগুল
অবহেলায় রেখে আসা যত্নগুলো
তুমি আমি এক হয়ে যায়
ভিজবে যখন ভেজাও আমায়
দুঃখ কিসের এমন করে মরন হবার।
_ব্লগার টিপু মামা_