Tuesday, December 24, 2013

দেখে দেখে ক্লান্ত ......


ভ্রম-স্বপ্ন সুভাসের রাহ 
দেখে দেখে ক্লান্ত 
চোখেরাই মরীচিকার শিকার 
বিধাতা ঠিকই আকার পেয়েছেন 
স্বার্থ-রাজে,পুজারীরাই কেবল প্রসাদে-নিরাকার 


-ব্লগার টিপু মামা-






*মানুষ নামের অস্তিত্ব আছে নাকি, তাতেই সন্দেহ......

আর সে হৃদয় হয়ে আসেনি 
যে ধ্বনি ভালবাসার কিংবা মানবতার, 
সেখানে মানুষ নামের অস্তিত্ব 
আছে নাকি, তাতেই সন্দেহ...... 


 -ব্লগার টিপু মামা-







Sunday, December 22, 2013

*যে পাঁচ বিষয় কখনোই অনলাইনে প্রকাশ করবেন না.....

 *যে পাঁচ বিষয় কখনোই অনলাইনে প্রকাশ করবেন না

অনলাইনে কোনোকিছু প্রকাশ করার পর তা কখনোই মুছে ফেলা যায় না। এমনকি তার ওপর আর পোস্টদাতার নিয়ন্ত্রণও থাকে না। আপনি অনলাইনে থাকতে ভালোবাসেন তার মানে এই নয় যে, আপনার সবকিছু ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে হবে। টাইমস অফ ইন্ডিয়া অনুসরণে পাঁচটি বিষয় এখানে উল্লেখ করা হল। আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি যতই নিশ্চিদ্র হোক, যত বাছাই করা অনলাইন বন্ধু থাকুক না কেন, ভবিষ্যতের ঝামেলা এড়াতে এ লেখায় দেয়া কয়েকটা বিষয় কখনোই অনলাইনে প্রকাশ করবেন না।


১. অন্তরঙ্গ ফটো ও ভিডিও
আপনার বর্তমান সময়ে সঙ্গীর সঙ্গে দারুণ উত্তেজনায় যদি কোনো অন্তরঙ্গ ভিডিও বা ছবি অনলাইনে পোস্ট করেন তা শীঘ্রই আপনাকে ভোগানো শুরু করবে। অনলাইনের কোনোকিছু সম্পূর্ণ ডিলিট করা যায় না। যে মুহূর্ত আপনি কলিগ, বস, ভাইবোন বা পিতামাতাকে দেখাতে চান না, সেগুলো কখনোই ইন্টারনেটে দিবেন না।


২. ফোন নম্বর ও বিস্তারিত ঠিকানা
অনলাইন বন্ধুদের খুব ভালোভাবে বিশ্বাস করলেও এ ঝুঁকিটি নিতে যাবেন না কখনোই। এ ক্ষেত্রে অতিরিক্ত সরল হওয়া কোনোভাবেই উচিত নয়। ঠিক একইভাবে অনলাইনে কোনো ভুয়া প্রতিষ্ঠানের লাকি ড্রয়ের জন্য ফর্ম ফিলাপ এড়িয়ে চলবেন। ভুয়া লাকি ড্র আপনাকে আনলাকি করে দিতে পারে।


৩. কাউকে আক্রমণ করবেন না
আপনার যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা করাই ভালো। অনলাইন ব্যবহার করে কাউকে সরাসরি কোনো আক্রমণ করা উচিত নয়। কারণ তারা আপনাকে অনলাইন থেকে খুঁজে বের করতে পারবে সহজেই।


৪. ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত
আপনার বিল যদি অনলাইনে পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে ব্যাংকের বা বিল গ্রহণকারীর নিজস্ব ওয়েবসাইটে করা যেতে পারে। কিন্তু কখনোই আপনার অ্যাকাউন্ট নম্বর, এটিএম কার্ডের বিস্তারিত, পিন নম্বর কিংবা এ ধরনের কোনো তথ্য অনলাইনে প্রকাশ করবেন না। কেউ এ ধরনের তথ্য চাইলে তাকে সন্দেহজনক তালিকায় রাখুন।


৫. প্রতি মুহূর্তের বিস্তারিত
আপনার দৈনন্দিন অনুভূতি, ভালোলাগা, খারাপলাগা, হাস্যরস ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় কোনো বাধা নেই। কিন্তু যদি ওমুক দোকানে কেনাকাটা করতে গেলাম, চায়ের দোকানে বসলাম ইত্যাদি প্রতি মুহূর্তের বিস্তারিত প্রকাশ শুরু করেন তাহলে তা বিপদ ডেকে আনতে পারে। এ কারণে প্রতি মুহূর্তের বিস্তারিত অনলাইনে প্রকাশ করা অনুচিত।-ব্লগার টিপু মামা-



তুমি যে তুমিই....


তুমি যে তুমিই, ওগো
সেই তব ঋণ
আমি মোর প্রেম দিয়ে
শুধি চিরদিন।।

-ব্লগার টিপু মামা-




Saturday, December 21, 2013

এই গান, নিজের মাটিতে ফেরার গান। নিজের ঘরে ফেরার গান।

এই গান, নিজের মাটিতে ফেরার গান। নিজের ঘরে ফেরার গান।
----*<3 *----

উচ্চ-শিক্ষা, উন্নত চাকরী, মান সম্পন্ন জীবন, সন্তানদের আরো সুন্দর ও নিরাপদ ভবিষ্যত, এরকম আরো কত কিছু পাওয়ার আশাতেই তো মানুষ নিজের দেশ ছেড়ে আরো কোন উন্নত দেশে যেতে চায়। তাতে দোষের কিছু দেখি না। যারা নতুন মাটিতে নতুন শর্তে মানিয়ে নিতে পারেন, তারা তো ভালোই থাকেন। দেশের সীমানা পেরিয়ে তারা আরো অনেক বড় আর খোলা এক পৃথিবীর নাগরিক হয়ে বাঁচতে চেষ্টা করেন। তাদেরকে সাধুবাদ।

কিন্তু, এত কিছুর নিশ্চয়তা বা সম্ভাবনা স্বত্বেও কেউ কেউ শেষ পর্যন্ত অন্য দেশের অন্য আকাশ নিয়ে সুখী হতে পারেন না। জগতে এমন কিছু মানুষ থাকে, যাদের ভেতর তাদের নিজের দেশের শেকড় এমনভাবে গেড়ে বসে থাকে যে তারা তাদের নিজের মাটি ছাড়া পৃথিবীর আর কোথাও গিয়ে শান্তি পান না। বুক ভরে শ্বাস নিতে পারেন না।

এই গান বাংলাদেশের তেমনি এক প্রবাসে আটকে পড়া সন্তানের, যে ডাঙ্গার মাছের মতন ছটফট করতে করতে সেই যন্ত্রণা থেকে মুক্তির অভিলাসে শেষ মেষ, খুব বেশী দেরী হবার আগেই, সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে, নিজের মাটির কাছে ফিরে আসবার সিদ্ধান্তটি খুব স্থির মনে নিয়ে ফেলতে পেরেছে! এমন সিদ্ধান্ত যারা নিয়েছেন, তারা যে সব সময় ঠকেছেন, তা কিন্তু না।

এই গানের সেই সন্তানকে আমি চিনি। বিশ্বের হাজারো দুর্যোগের রাজধানী, এই বাংলাদেশে ফিরে এসেছে বলে তাকে আমি কোনদিন এতোটুকু আফসোস করতে দেখিনি।

-ব্লগার টিপু মামা-








রাজনীতিবিদরা জামায়াত-শিবিরের গুপ্ত হত্যার স্বীকার হতে পারেন ।

রাজনীতিবিদরা জামায়াত-শিবিরের গুপ্ত হত্যার স্বীকার হতে পারেন ।


যুদ্ধাপরাধ ইস্যুতে বেকায়দায় জামায়াত ইসলাম। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন অনুষ্টিত হতে হবে-এ দাবি এখন আর জামায়াত-শিবির তুলছে না। তাদের একটাই লক্ষ্য মানবতার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনাল ভেঙ্গে দিয়ে যুদ্ধাপরাধ বিচার বন্ধ করা। এ লক্ষ্যে পরিচালিত সরকার বিরোধী আন্দোলন জমাতে না পেরে শেষ পর্যন্ত রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনা আঁটছে দলটি। এখন তালিকা করে জামায়াত-শিবির গুপ্ত হত্যা চালাতে পারে। এমনই একটি প্রতিবেদন করেছে দেশের প্রভাবশালী দুটি গোয়েন্দা সংস্থা।
দেশের রাজনীতিবিদের জামায়াত-শিবির গুপ্ত হত্যা চালাতে পারে-এ তথ্যটি আজ নির্বাচন কমিশনও জমা দিয়েছে গোয়েন্দা সংস্থা দুটি। গোয়েন্দা সংস্থা ও নির্বাচন কমিশন যৌথভাবে ঝুকিতে থাকা রাজনীতিবিদদের তালিকা করছেন। যেসব রাজনীতিবিদ জামায়াত-শিবিরের গুপ্ত হত্যার স্বীকার হতে পারেন তাদেরকে নিরাপত্তা দিবে সরকার।

এদিকে, জামায়াত-শিবিরের কিলিং মিশনের সদস্যেদের একটি তালিকা করেছে গোয়েন্দারা। এক দুইদিনের মধ্যে অভিযান শুরু হবে। তালিকা অনুযায়ী গ্রেপ্তার করবে যৌথ বাহিনী।
একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বেছে বেছে এমন সব রাজনীতিকদের হত্যা করা হবে যা দেখে সাধারণ মানুষ ভয় পান। সরকারের সমর্থক, কর্মী ও নেতাদের মনোবল ভেঙ্গে দেওয়ার জন্যই এ হত্যাকাণ্ড পরিচালিত হবে।

-ব্লগার টিপু মমা-







* উপর তলার রাজনীতি.....

 উপর তলার রাজনীতি
 **********************************

উপর তলার রাজনীতিতে চলছে জষ্ঠ্যি মাস
নিচতলাতে আমজনতা খেয়ে যাচ্ছে বাঁশ।
রাজনীতির উত্তাপে পঁাকছে কাঁঠাল আম
দেশ চালানো আমজনতার চুয়ে পড়ছে ঘাম।

-ব্লগার টিপু মামা-


Friday, December 20, 2013

রাতের কান্না 
*********

তোমায় একটু ছোঁব বলে কতবার বাড়িয়েছি যুগল হাত 
ছুঁতে তোমায় পারিনি তো, শুধু বেড়েছে রাতের পিঠে রাত ..

তাই দেখি সখী প্রাণ ভরে দেখি সকাল সন্ধ্যা রাতে 
দেখে দেখে অপলক নয়নে ছুঁয়ে যাই মনের হাতে

রাতের বুকের গহন কালো ছায়ার মাঝে তোমার মুখটিই ভাসে..
সেই মুখের আলোয় চোখ ডুবিয়ে রাতটি কাটে, কেউ থাকে না পাশে

তুমি থাকো তোমার মতই চিরাচরিত সফল জীবন যাপনে 
কোন সুদূরে কে জাগে রাত তোমার জন্যে কেউ কি তা জানে !!

জেনেই বা কাজ কি; গোপন থাকুক না হয়, কি হবে আর জেনে ঘুম আসে না, রাত্রি গভীর,একলা ঘরে শুয়েই থাকি রাতের নিয়ম মেনে !!

-ব্লগার টিপু মামা-




সমর্পণ
**********

একটি দু'টি হলুদ পাতা
পড়ছে ঝরে মাটির প'রে,
মাথার উপর খোলা ছাতা
এমনি ক'রেই রেখো ধরে ।

হলুদ পাতার রূপের চমক
সূর্যালোকে দেখায় ঠমক,
দেখে যদি মন মজে যায়
আনবে সংকট নিত্যখেলায় ।

খেলার আবার নিত্য অনিত্য
এ'যে নতুন কিছু সিলেবাসে
এই জীবন জুড়েই একাকীত্ব
মন জাগে না অন্যাবাসে ।।

তোমার জন্যেই ফিরে আসা
নতুন প্রাণের ভালোবাসা, 
তোমার জন্যেই ইচ্ছেগুঁড়ি
সাত্সকালে ফোটায় কুঁড়ি ।

এই অবেলায় পা' চলে না
পথের ধারেই নিঝুম হল রাত,
হলুদ পাতায় মন গ'লে না
তোমার হাতেই একটূ রাখি হাত।।

-ব্লগার টিপু মামা-




Blogger TIPU MAMA: জনান্তিকে ************আমিই বোশেখের রুদ্র দু...

Blogger TIPU MAMA:

জনান্তিকে
************



আমিই বোশেখের রুদ্র দু...
: জনান্তিকে  ************ আমিই বোশেখের রুদ্র দুপুরে কাঠফাটা রোদ ভেঙে ঝর ঝর বর্ষা এনেছি নামিয়ে – তাই কী রাগ, কী রাগ ত...


জনান্তিকে 

************




আমিই বোশেখের রুদ্র দুপুরে কাঠফাটা রোদ ভেঙে

ঝর ঝর বর্ষা এনেছি নামিয়ে – তাই কী রাগ, কী রাগ তোমার

সারাদিন না খেয়ে না দেয়ে ঝুম মেরে পড়ে থাকলে বিছানায়

আমিতো তোমারই কষ্ট হচ্ছে ভেবে

নামিয়ে দিলাম মেঘের আঁচল

আচ্ছা তোমারাই বলো, ঠা ঠা রোদ্দুরে

বৃষ্টি নামানো কী এমন পাপ




আমিই ঘোর শ্রাবণের অবিশ্রান্ত ধারা হঠাৎ আটকে দিয়ে

একপশলা মেঘভাঙা রোদের পরশ ছুঁইয়ে

দিয়েছি তোমার গায়ে – আর তাতেই কী

তেলেবেগুনে জ্বলে উঠলে তুমি

মেঘে মেঘে ছাওয়া দিনগুলোতে তুমিও মেঘের মতো

মুখ গোমড়া থাকো ভেবেই উছল অরুণের কিরণ দিয়ে

তোমাকে চাইলাম একটুখানি প্রফুল্ল করতে

আচ্ছা তোমরাই বলোতো, অঝোর বরষায়

একফালি রোদ ডেকে এনে

কী এমন ভুল করেছি আমি




আমিই শরতের সকালবেলায় বৃষ্টিভেজা আকাশ জুড়ে

রঙধনু এঁকেছি - এই অজুহাতে গটগটিয়ে

চলে গেলে খানাখন্দ পেরিয়ে

আমিতো তোমারই মানভাঙাতে

এমন রঙের খেলায় মেতে গেলাম

আচ্ছা তোমরাই বলো, আকাশের বুকে রঙধনু

আঁকা কি কোন গর্হিত কাজ




এরপর হেমন্ত যায়, শীতও গেলো আনমনে

এবারে দোরগোড়ায় বসন্ত আসি আসি

আকাশ থেকে রঙধনু দিলাম মুছে, বরষার আঁচল দিলাম গুটিয়ে

রোদ্দুরের তপ্ততাকে দিলাম মেদুর করে –

তবুও তোমার ফেরার নাম নেই

আমার কি আর মেঘদূত আছে বলো, তোমাকে কী করে জানবো আমি

তোমার অপেক্ষায় থেকে থেকে আমার শরীর জুড়েই

এখন রঙধনুর মায়া, মেঘমালার বিভা ও তপ্ত রোদ্দুরের উষ্ণতা

অহর্নিশ ছায়ার মতোই ঘিরে থাকে --




কবে আসবে তুমি !
-ব্লগার টিপু মামা-










Thursday, December 19, 2013

Blogger TIPU MAMA: আজকের রান্না  ভাইয়া সবাইকে দাওয়াত করলাম,আজকে আমার...

Blogger TIPU MAMA: আজকের রান্না
 ভাইয়া সবাইকে দাওয়াত করলাম,আজকে আমার...
: আজকের রান্না   ভাইয়া সবাইকে দাওয়াত করলাম, আজকে আমার পছন্দের"লইট্টে শুটকি "ছিম আরো দিলাম ধনিয়া পাতা" রান্না করছি স...
আজকের রান্না 

 ভাইয়া সবাইকে দাওয়াত করলাম,
আজকে আমার পছন্দের"লইট্টে শুটকি
"ছিম আরো দিলাম ধনিয়া পাতা"
রান্না করছি সবাই আসবেন??
 -ব্লগার টিপু মামা-


Blogger TIPU MAMA: ভালবাসাখাটো মোটা যাই হও,বকা তুমি যত দাও,লক্ষিটি;ত...

Blogger TIPU MAMA: ভালবাসা
খাটো মোটা যাই হও,বকা তুমি যত দাও,লক্ষিটি;ত...
: ভালবাসা খাটো মোটা যাই হও, বকা তুমি যত দাও, লক্ষিটি; তোমার বাবার আছে  তুমি আমার সব ওগো  বাড়ি, আছে দুটো দামী গাড়ি, ওগো আম...
ভালবাসা

খাটো মোটা যাই হও,
বকা তুমি যত দাও,
লক্ষিটি;
তোমার বাবার আছে 
তুমি আমার সব ওগো
 বাড়ি,
আছে দুটো দামী গাড়ি,
ওগো আমার সোনার ডিমপাড়া পক্ষিটি ।
-ব্লগার টিপু মামা-

অসাধারন কিছু ছবিঃ-৫টি






Wednesday, December 18, 2013


ভালবাসা

তুমি যাকে ভালবাসো -
সে যদি মহা অন্যায় ও করে ,
আর
তুমি যদি তাকে ক্ষমাই
করতে না পারো -
তবে তাকে ভালোবাসো
কেন ?? ...

-ব্লগার টিপু মামা-



Blogger TIPU MAMA: ভালোবাসাভালোবাসার মানুষেরসাথে অভিমান করা যায়, কিন...

Blogger TIPU MAMA: ভালোবাসা
ভালোবাসার মানুষেরসাথে অভিমান করা যায়, কিন...
: ভালোবাসা ভালোবাসার মানুষের সাথে অভিমান করা যায়,  কিন্তু অভিমান করে  হারিয়ে যাওয়া যায়না, যদি হারিয়ে যায় সেইটা ভালোবাসা না, ...
ভালোবাসা

ভালোবাসার মানুষের
সাথে অভিমান করা যায়, 
কিন্তু অভিমান করে 
হারিয়ে যাওয়া যায়না,
যদি হারিয়ে যায়
সেইটা ভালোবাসা না,
সেইটা হলো ভালোবাসা নামের পুতুল
খেলা..-ব্লগার টিপু মামা-



Blogger TIPU MAMA: দীর্ঘশ্বাস ****কেউ জানেনা একেকেটি মানুষ বুকের মধ্...

Blogger TIPU MAMA: দীর্ঘশ্বাস ****
কেউ জানেনা একেকেটি মানুষ বুকের মধ্...
: দীর্ঘশ্বাস  **** কেউ জানেনা একেকেটি মানুষ বুকের মধ্যে  কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়- কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নে...
দীর্ঘশ্বাস 
****

কেউ জানেনা একেকেটি মানুষ বুকের মধ্যে 
কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়-
কোনো বিষন্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,
এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর 
দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন প্রগাঢ় এপিক!
-ব্লগার টিপু মামা-




Blogger TIPU MAMA: কুমিল্লা বিভাগ চাই ==========কুমিল্লা এমন একটি শ...

Blogger TIPU MAMA: কুমিল্লা বিভাগ চাই ==========

কুমিল্লা এমন একটি শ...
: কুমিল্লা বিভাগ চাই  ========== কুমিল্লা এমন একটি শহর যেখানে রয়েছে কুমিল্লা ইউনিভারসিটি, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, কুমিল্লা ক্...
কুমিল্লা বিভাগ চাই 
==========


কুমিল্লা এমন একটি শহর যেখানে রয়েছে কুমিল্লা ইউনিভারসিটি, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, কুমিল্লা টিচার্স ট্রেনিং সেন্টার , কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা স্টেডিয়াম, ময়নামতি জাদুঘর, ময়নামতি রাজবাড়ি, আনন্দ বিহার, ভোজ বিহার, ইটাখোলা মুড়া, রুপবান মুড়া, ...এছাড়া ও আমাদের কুমিল্লা সবকিছু দিয়েই যেন পরিপূর্ণ তাও এটি কেন বিভাগ হতে পারেনা ..তাই আমাদের একটাই দাবী কুমিল্লাকে একটি বিভাগ হিসেবে স্থান দেয়া ..সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করেন যাতে আমাদের প্রাণপ্রিয় কুমিল্লা একটি বিভাগ হিসেবে স্বীকৃতি পায়..
-ব্লগার টিপু মামা-













Tuesday, December 17, 2013

কথায় আছে নতুন মুসলামানা নাকি ছয় ওয়াক্ত নামাজ পড়ে...
----------------------------------------------------------

কি সুন্দর সকাল! একটা অশ্লীল গালি দিয়া শুরু করি। থাক, এত সুন্দর একটা সকালে কাউরে চুম্মা জাতীয় সম্বোধনে সিক্ত করাটা আসলেই অশ্লীল, তার চেয়ে বয়ানে আসি। কথায় আছে নতুন মুসলামানা নাকি ছয় ওয়াক্ত নামাজ পড়ে, নফল ওয়াজিব কিছূ বাদ দেয় না। আর হাজী সাবগো কয় আপনার তো ওজু ভাইঙ্গা গেছে লাগে জনাব, হাতে তো তেল লাইগা আছে লাগে। তো দীর্ঘ দিনের আদর্শ বদলাইয়া যখন কোনো তেলাপিয়া ঝাকের কই হইতে চায় তখন তার হাকডাকে সেই ঝাক সন্ত্রস্ত হয়। অনলাইনে নব্য লীগার দেখতেছি, যারা জগন্নাথ ছাত্রলীগের মতো শিবির থিকা দলে তশরীফ রাখছেন। তাগো গগনবিদারী শ্লোগানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মা চমকিত, আর জনতা শংকিত! এবং ভাইস ভার্সা।
-ব্লগার টিপু মামা-




আমার ছোট বেলা 
====================
       
          ছোট বেলাতে আকাশ আর সমুদ্র নিয়ে বিস্তর কৌতুহল ছিলো ।
মনে মনে ঠিক করে ছিলাম আকাশ কিংবা সমুদ্র বিজ্ঞানী হবো ।
ঘাস ফড়িং এর মতো উড়ে বেড়াব সারা দুনিয়া,
নিত্য নতুন আবিস্কারের পেছনে ছুটবো দাবানলের মতো ,
জগতটাকে দেখবো নিজের মতো করে ,
মানুষ ঈস্যা করবে আমায় ,
কিন্তু এখন দেখছি জীবন চালাতে হচ্ছে ব্যবসা করে ।
ভালবাসি গান করতে, লেখালেখি করতে;
কাজ করতে আর কারণে-অকারণে রাগ করতে ।
-ব্লগার টিপু মামা-




পাগলের সুখ মনে মনে পাতা বুইঝা টাকা গনে...

পাগলের সুখ মনে মনে
পাতা বুইঝা টাকা গনে...

জেগে থাকা রাত, 
প্রহর ফুরায়, 
জোছনা ঝরে, 
জানালার শাসিতে..! 
তোমার ছায়া পরে,
 মনের আরশীতে..!!
পৌষের এই পূর্ণিমায়- 
আমার মন কেমন করে, 
কে জানে কাহার তরে...
-ব্লগার টিপু মামা-



Saturday, December 7, 2013


"আমি ভীষন মন্দ"

আজকে আমার মনের ভেতর লাগছে যে এক দ্বন্দ্ব, 
আমি ভীষন মন্দ ও ভাই আমি ভীষন মন্দ. 

ক্ষনিকের এই দুনিয়া 
আহম্মক সব শুনিয়া 

ঘুরছি হেন মিছে মিছি হয়ে বেওকুফ অন্ধ 
আমি ভীষন মন্দ ও ভাই আমি ভীষন মন্ধ.

গীবত-নিন্দা-চোগলখুরী করা এবং শোনা 
জানিতো বেশ জানি আমি নাজায়িয কি গুনাহ

পেতে আমি মুক্তি 
দেখাই শত যুক্তি 

হিসাবের ঐ কাঠগড়াতে সবই হবে বন্ধ 
আমি ভীষন মন্দ ও ভাই আমি ভীষন মন্দ.===

--ব্লগার টিপু মামা--

ধর্ম সাগর পাড়,কুমিল্লা ।




মুক্তি

-- তসলিমা নাসরিন

যদি ভুলে যাবার হয়, ভুলে যাও।দূরে বসে বসে মোবাইলে, 
ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিয়ো না,দূরে বসে বসে নীরবতার বরফ ছুড়ে ছুড়ে এভাবে বিরক্তও করো না।
ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছো,
ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটবো,
ভুলে গেলে অপেক্ষার কাপড়চোপড় খুলে একটু স্নান করবো,
ভুলে গেলে পুরোনো গানগুলো আবার বাজাবো,
ভুলে গেলে সবগুলো জানালা খুলে একটু এলোমেলো শোবো।
রোদ বা জোৎস্না এসে শরীরময় লুকোচুরি খেলে খেলুক, 
আমি না হয় ঘুমোবো,
ঘুমোবো ঘুমোবো করেও নিশ্চিন্তের একটুখানি ঘুম ঘুমোতে পারিনা কত দীর্ঘদিন!
কেবল অপেক্ষায় গেছে। না ঘুমিয়ে গেছে। 
জানালায় দাঁড়িয়ে গেছে।
কেউ আমাকে মনে রাখছে, কেউ আমাকে মনে মনে খুব চাইছে, 
সমস্তটা চাইছে,
কেউ দিনে রাতে যে কোনও সময় দরজায় কড়া নাড়বে,
সামনে তখন দাঁড়াতে হবে নিখুঁত, 
যেন চুল, যেন মুখ, যেন চোখ, ঠোঁট,যেন বুক, চিবুক এইমাত্র জন্মেছে, 
কোথাও ভাঙেনি, আঁচড় লাগেনি, ধুলোবালি ছোঁয়নি।
হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো,
তার ক্ষিধে পায় যদি, 
চায়ের তৃষ্ঞা পায় যদি!
বকিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত!
ভালোবাসতে হবে নিখুঁত!নিমগ্ন হতে হবে নিখুঁত!ক্ষুদ্র হতে হবে নিখুঁত!
দুঃস্বপ্নকে কত কাল সুখ নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি!
ভুলে যেতে হলে ভুলে যাও,বাঁচি।
যত মনে রাখবে, যত চাইবে আমাকে, 
যত কাছে আসবে,যত বলবে ভালোবাসো, 
তত আমি বন্দি হতে থাকবো তোমার হৃদয়ে, 
তোমার জালে,তোমার পায়ের তলায়, 
তোমার হাতের মুঠোয়, 
তোমার দশনখে।ভুলে যাও, 
মুখের রংচংগুলো ধুয়ে একটু হালকা হই, একটুখানি আমি হই
     সংগ্রহ : ---ব্লগার টিপু মামা---




আমি তোমাকে কিছুই দিতে পারবনা...মিথ্যে কোনো আশা দিতে চাই না...বলব না তোমাকে চাঁদ এনে দিব...বলব না তুমিই আমার সব...তোমার জন্য আমি হীরার আংটি আনতে পারব না...পারব না হানিমুনে সুইজারল্যান্ড,অস্ট্রেলিয়া,আমেরিকায় নিয়ে যেতে...পারব না তোমার জন্য একটা আস্ত বাংলো বানাতে...পারব না তোমার সব ইচ্ছে পুরন করতে...পারব না তোমাকে সবার দৃষ্টিথেকে লুকিয়ে রাখতে...পারব না প্রতিদিন কোন নামিদামি রেস্তোরায় ডিনারে নিয়ে যেতে...পারব না প্রতি মাসে তোমাকে নিয়ে ঘুরতে যেতে...পারব না অন্য কোনো মেয়েকে তোমার জায়গাটুকু দিতে...পারব না তোমায় মিথ্যে স্বপ্ন দেখাতে...পারব না তোমায় আজীবন সুখে রাখতে...পারব না তোমার কষ্ট একনিমিষেই দূর করে দিতে...পারব না তোমাকে দামি গহনা দিতে...পারব না আমি কিছুই তুমি ছাড়া...পারব না তোমাকে কোথাও একা বিপদে ফেলে আসতে...তবে হ্যা তোমাকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে...তোমাকে নিয়ে আমি গ্রাম-বাংলার মেঠো পথে হেঁটে যেতে চাই...হারাতে চাই আমি হাজারো মানুষের মাঝে...আমাদের ১ টা ঘর থাকবে (বাড়ি নয়),সামনে ১ টা বাগান,আম গাছ আর তাতে ১ টা দোলনা,আমরা সাপ্তায় ১ দিন চড়ুইবাতি করব...বিকেলে চা খেতে খেতে গল্প করা হবে...তুমি বলবে আর আমি অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকব...আমি ভাব নিয়ে চা বানাতে গিয়ে হাত পুরে ফেলব আর তুমি দৌড়ে গিয়ে ইচ্ছামত বকা দিবা...আমি অফিসে যাওয়ার সময় তুমি টাই বেঁধে দিবা...মাঝে মাঝে আমি হটাৎ করে এসে বলব চলো আজকে বাইরে খাব আর তুমি ধমকের স্বুরে বলবা না,আগে বলোনাই কেনো??তাহলে তো আমি আজ রান্না করতাম না...প্রায়ই নানা অজুহাত দেখিয়ে অফিসে জাওয়া বন্ধ করে বলব চলো আজ বাইরে থেকে ঘুরে আসি...তুমি আমাকে ইচ্ছে মতো বকা দিবা আর আমি নির্লজ্জের মতো হাসব...আমি নতুন করে মেয়েদের ফেইক আইডি বানিয়ে আমার স্ট্যাটাসে কমেন্ট করব আর তুমি এটার ইনভেস্টিকেশনে নামবা...আমি সারাক্ষন তোমায় জ্বালাবো আর তুমি আমায় খালি খোঁটা দিবা...তোমায় নিয়ে আমি কবিতা লেখব......জানি কোনো তাল মিলবে না...তাতে কি লিখছি তো......আমার রিলেশন স্ট্যাটাসটা থাকবে
মেরিড টূ .........বাসায় বসে বসে আমরা চ্যাট করব
-কি হলো খাইতে আসনা কেনো?
--আগে তুমি আস
--না তুমি আস
--আসছি...এইবার তো খাওয়া মুখে দিবা??
--না আগে তুমি খাও...
-- কত্ত ঢং তোমার...
--এমন করলে ভাত আর খাব না
--আচ্ছা ঠিক আছে...এই খাইতেছি...
--ইয়েস......তুমি খাও আমি দেখি...
তোমার জন্য কিছু কথা......
""তোমাকে যখনই দেখেছি আমি...
তোমাকে যখনই ভাবাছি আমি...
নিজেকে খুঁজে পাই...
আলো ছায়ার মেলায়......
নিজেকে খুঁজে পাই......
ভালো-বাসার খেলায়......""
আইচ্ছা সব কথার শেষ কথা এমনে কইলে কি মাইয়া ইয়েস কইবো?কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস নো......
                                                         —ব্লগার টিপু মামা-- 


Monday, December 2, 2013


(১)
মোর পাতে ঘি,
তোর তাতে কি
কিসের রে চোখ গরম-করা ?
আমরা হলাম
রাজার গোলাম
পঞ্চপুরুষ-পরম্পরা ।

(২)
দাদার দাদা
রাজ-পেয়াদা
চুটিয়ে আদায় করত মোহর,
দাদা সাহেব
খাস মোসাহেব
কচলাতো হাত অষ্টপ্রহর ।


(৩)
দাদার বাবা
খেলত দাবা
রাজার পাচক ছকুর সাথে ।
তার যে নাতি,
ধরত ছাতি
উঠলে নায়েব বাড়ির ছাতে ।

(৪)
আছেন মামা
এবং ধামা
সেই সুবাদে আমিও টাউট !
কাজেই তুমি
গোঁয়ার্তুমি
আর ক'রো না, গেট ইউ আউট !
...

Tuesday, November 19, 2013

হরতাল হরতাল হরতাল


" হরতাল হরতাল হরতাল "
-----------------------------


 হরতাল কিছু কথোপকথণ…

জনতাঃ এখন ভোটের মাস।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ বিদ্যালয় গুলোতে বার্ষিক পরীক্ষা।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষা।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ দ্রব্য-মূল্যের চরম উর্ধগতি।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ গাড়ি জ্বালাও পুড়াও ।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ রপ্তানীতে ব্যপক ধস্।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ আকশ্মিক পুড়ছে যান।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ পুড়ে যাচ্ছে  তাজা প্রাণ।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ আসছেন এক বিদেশিনী।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ জি...উনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ তো এখন দেন হরতাল ।

নেতাঃ না এখন নির্বাচনে যাব ।

--ব্লগার টিপু মামা--


Monday, November 18, 2013

মাটির এই দেহটা

মাটির এই দেহটা
গত তিন দিন আগে ফ্লোরে বসে নখ কাটছিলাম।
নখ গুলো ফ্লোরের উপর ছিল। 
নখ কাটা শেষ হতে না হতেই দেখি 
তিন-চারটা পিঁপড়া এসে একটা নখ
নিয়ে যাবার জন্য টানা হেঁচড়া করছে।
তখন হঠাৎ করে মনে এ ভাবনার উদয়
হলো- যতক্ষন এ নখ গুলো আমার দেহের
সাথে সংযুক্ত ছিল তখন কোন
পিঁপড়ে এসে তা নিয়ে যাওয়ার
জন্য চেষ্টা করেনি, কিন্তু
যেই না তা আমার দেহ
থেকে বিচ্ছিন্ন হলো 
তখনি তা পিঁপড়ের
খাবারে পরিণত হলো।
ঠিক তেমনি যখন
আমার দেহ থেকে আমার প্রাণ বের
হয়ে যাবে, আমার শত যত্নে গড়া এ
সাঁধের দেহ মাটির
ঘরে রেখে আসা হবে তখন এ দেহের
কোন দাম থাকবে না,ভাই
হোক না তা যতই সুন্দর
কিংবা কুৎসিত, সাদা কিংবা কালো,
চিকন কিংবা মোটা, ঢিলে-
ঢালা শরীর কিংবা মহা রানী কিংবা
ব্যায়ামের মাধ্যমে গড়া সুন্দর দেহের শরীর;
অবশেষে তা হবে পোকা- মাকড় আর 
পিঁপড়ের খাবার, পরিণত
হবে তাদের বসত বাড়ীতে। 
মাটির দেহ অবশেষে মাটির সাথেই মিশে যাবে 
শুধু বেঁচে থাকবে আমার আমল 
আর আমার কর্ম আর আমার সৃতিময় দিনগুলি
হে আল্লাহ্!
আমি তো মাটি দিয়ে গড়া এক আদম
সন্তান, যার দেহ পঁচে যাবে আর
পরিণত হবে পোকা-মাকড়ের খাবারে; তবুও
এই অস্হায়ী দেহ দ্বারা তোমার
যে ইবাদত করা হয় তুমি তা কবুল করে নাও
আরো বেশী আমল করার তাওফীক দান করো,
আমাদেকে ভূল পথের দিকে ঠেলে দিও না
আমরা যেন সঠিক পথে চলতে পারি
আমার আত্মাকে তুমি সংশোধন
করে তোমার আপন করে নাও।
যদি তুমি কবুল না কর
তাহলে কীভাবে পাব
সে দেহ, যার কোন লয়
হবে না, ক্ষয় হবে না,
যে দেহ দেখে দর্শকের
চোখের পাতা নড়বে না,
যে দেহ থেকে বের
হবে মেশকের ঘ্রাণ,
যে দেহের সৌন্দর্য হবে চির অম্লান।
হে মহা সৌন্দর্যের আঁধার!
তুমি আমাদের কবুল কর।
আমীন। 

--ব্লগার টিপু মামা --


বাঁচলে রাজা মরলে শেষ এই আমাদের বাংলাদেশ । I Love Bangladesh


বাঁচলে রাজা মরলে শেষ এই আমাদের বাংলাদেশ ।

দেশটাতো আমাদের সকলের । একমাত্র আমরাই পারি ভবিষৎকে কিছু দিতে , আমাদের দিকে চেয়ে আছে ভবিষৎ । প্রয়োজন শুধু ভাল মন মানুষীকতা , একটু ভাবোনতো......... দেশ আগে, বাকী সব পরে, নিজের স্বার্থের জন্য এই দেশকে ফুটো করা যাবে না, কেবল একটি চেয়ারের জন্যে আমাদের স্বপ্নের দেশকে ধ্বংশ হতে দেয়া যাবে না। কিছু মানুষের সন্ত্রাসীর কাছে আমাদের দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়া যাবে না, আসুন I Love Bangladesh প্রচারের সাথে একাত্ততা পোষন করে সবাই এগিয়ে আসি নিজ নিজ অবস্থান থেকে। গোটা পৃথিবীকে ভালবাসতে না পারলেও কেবল আমাদের এই ছোট একটি দেশকে ভালবাসি ভালবাসি, যদি তাও সম্ভব না হয় তাহলে চলুন আমরা আমাদের সমাজের কিছু অভাবি দুঃখি মানুষের পাশে এসে দাড়াই, যদি তাও সম্ভব না হয় তাহলে আসুন আমরা যেন আর একটি মানুষের স্বভাবিক জীবন যাত্রাকে ব্যহত না করি, তাদের ঘুম যেন হারাম না করি, মনে রাখতে হবে সুখ শান্তি শৃংখলা নিরাপদ আমরা দিতে না পারলেও তাদের সুখ আর শান্তি কেড়ে নেয়ার অধিকার নাই আমাদের। আপনার যাত্রা শুভকামনায়------

--ব্লগার টিপু মামা--

Sunday, November 17, 2013

Ruled by Your Night


Ruled by Your Night

breathe in the tears
as i let it all go
they soak my skin and fade
rivulets crawling not so softly
a stellar heartache
has erupted my existence
my sky is eclipsed
and i feel a star birth
inside of me
so condensed and expanded
my tears feed it
i cannot shed the noise in
my head, in my heart, or in
the shell of my body
it becomes a distant tomb
my mind is all smoke and dust
it all seems new but
once again
it isn't
i open my eyes
they have cleared and shine
like supernovas
the world settles
a slice of heaven
inside me has chrysalized
what a presence
as i look up at the other stars
i know my night is ruled
by yours
--Blogger Tipu mama--