
তবু আজো মাঁথা উঁচু করে দাঁড়িয়ে সত্যের সন্ধ্যানে।পৃথিবীতে মানুষের আয়ু গড়ে ৬০ বছর আর দিন হিসাব করলে ২১,৯০০দিন । যা কিনা এই পৃথিবীতে বাঁচার জন্য অতি অল্প সময় । আসুন না প্রতিদিন অন্তত একটি ভাল কথা ও যদি লেখা যায় তবেই মানুষ তার লক্ষাধিক ভাল কথা লিখতে পারে । যা দেশ ও জাতীর জন্য হতে পারে অনেক অনেক মুল্যবান। এই দেশটাতো আমার আপনার সকলেরই আই লাভ বাংলাদেশ ।। -ব্লগার " টিপু " মামা
Tuesday, December 22, 2015
Blogger tipu mama: " মা " এই মায়েদের কী আর পাব না ??
Blogger tipu mama: " মা " এই মায়েদের কী আর পাব না ??: আমাদের সময়ের মাযেরা পৃথিবীর যাবতীয় পিঠাপুলি সাথে নিয়ে এসেছিলেন । মায়েরা ছাড়া কেউ পিঠা বানাতে জানে না। আমাদের মায়েরা অনেক কিছুই জানতেন না ক...
" মা " এই মায়েদের কী আর পাব না ??
আমাদের সময়ের মাযেরা পৃথিবীর যাবতীয় পিঠাপুলি সাথে নিয়ে এসেছিলেন । মায়েরা ছাড়া কেউ পিঠা বানাতে জানে না। আমাদের মায়েরা অনেক কিছুই জানতেন না কিন্তু যা জানতেন এ যুগের মায়েরা তা জানেন না। সেই মায়ের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে; এই মায়েরা কিন্তু ফাস্ট ফুডের গোটা একটা দোকান ধারণ করতেন! সন্তানের ক্ষুধা লাগলেই কত দ্রুত যে খাবার বানিয়ে ফেলত লাকড়ীর চুলায়। আর ডাক্তার না হয়েও এই মায়েরা সন্তানের অসুখে এমবিবিএস খুঁজতেন না; নিজেরাই ছিলেন এক একজন দক্ষ ডাক্তার। মা, এই মায়েদের কী আর পাব না? শীত অাসবে,শীত চলে ও যাবে, আছে শুধু পিঠাপূর্ণ শীতে মা আর পিঠার স্বপ্নময় ছবি। বেদনার শিশিরে বাঁধানো এই ছবি শীত এলে বড়বেশী স্পষ্ট হয়।।
-ব্লগার টিপু মামা-
-ব্লগার টিপু মামা-
Tuesday, December 15, 2015
Saturday, December 12, 2015
Subscribe to:
Posts (Atom)