শেষ বেলাতে এলে সখা,,
শুনিয়ে যেতে গান.....
আমার বুকে জমা আছে,,
শতক অভিমান ৷৷
আসতে যদি কদিন আগে ....
বাঁধতাম আমি সুর,,
তোমায় নিয়ে চলে যেতাম ...
দূর থেকে দূর ৷৷
সেই দূরেতে চলে গিয়ে,,
বাঁধতাম আমি ঘর....
কোন দিনও পারতে নাকো,,
করতে আমায় পর ৷৷
(মিষ্টি)
ভাবতে আমার কষ্ট হচ্ছে,,
ফাটছে আমার বুক.....
যখনই চোখে ভেসে ওঠে ,,
তোমার মিষ্টি মুখ ৷৷
মুখের দিকে তাকিয়ে আমি ,,
আজও হতাস হই.....
সখা ,আমি যেন তোমার শুধু
বন্ধু হয়ে রই ৷৷
শুনিয়ে যেতে গান.....
আমার বুকে জমা আছে,,
শতক অভিমান ৷৷
আসতে যদি কদিন আগে ....
বাঁধতাম আমি সুর,,
তোমায় নিয়ে চলে যেতাম ...
দূর থেকে দূর ৷৷
সেই দূরেতে চলে গিয়ে,,
বাঁধতাম আমি ঘর....
কোন দিনও পারতে নাকো,,
করতে আমায় পর ৷৷
(মিষ্টি)
ভাবতে আমার কষ্ট হচ্ছে,,
ফাটছে আমার বুক.....
যখনই চোখে ভেসে ওঠে ,,
তোমার মিষ্টি মুখ ৷৷
মুখের দিকে তাকিয়ে আমি ,,
আজও হতাস হই.....
সখা ,আমি যেন তোমার শুধু
বন্ধু হয়ে রই ৷৷