
তবু আজো মাঁথা উঁচু করে দাঁড়িয়ে সত্যের সন্ধ্যানে।পৃথিবীতে মানুষের আয়ু গড়ে ৬০ বছর আর দিন হিসাব করলে ২১,৯০০দিন । যা কিনা এই পৃথিবীতে বাঁচার জন্য অতি অল্প সময় । আসুন না প্রতিদিন অন্তত একটি ভাল কথা ও যদি লেখা যায় তবেই মানুষ তার লক্ষাধিক ভাল কথা লিখতে পারে । যা দেশ ও জাতীর জন্য হতে পারে অনেক অনেক মুল্যবান। এই দেশটাতো আমার আপনার সকলেরই আই লাভ বাংলাদেশ ।। -ব্লগার " টিপু " মামা
Tuesday, December 13, 2016
Saturday, December 3, 2016
⻣ গণ্ডগোল......
গণ্ডগোল
************
কত নামে কত জনে ডাকে যে তোমায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায়
নামের ফেরে এ সংসারে কত গণ্ডগোল
নাম নিয়ে হয় বাড়াবাড়ি নামের হট্টগোল
কে তোমার এই নাম রেখেছে বলতো আমায়
এ নাম নেয়ার নিয়ম কানুন বড়ই চমৎকার
কেউ গোপনে এ নাম জপে কেউ করে চিৎকার
কেউ নেয় নাম গুণে গুণে হিসেব নিকেষ করে
কেউ নেয় নাম অহর্নিশি হাটে ও বাজারে
কেন এত নিয়ম কানুন বলতো আমায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায়
কেউ বা ক্ষোভে কেউ বা লোভে করে তোমার নাম
কেউ অভাবে কেউ স্বভাবে পুরায় মনস্কাম
কেউ বা সুরে কেউ বেসুরে তোমারই নাম করে
কেউ বা লেখে নামের প্রভাব কেউ বা সেটা পড়ে
গোলক ধাঁধায় পড়ে কত সময় কেটে যায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায় ।
************
কত নামে কত জনে ডাকে যে তোমায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায়
নামের ফেরে এ সংসারে কত গণ্ডগোল
নাম নিয়ে হয় বাড়াবাড়ি নামের হট্টগোল
কে তোমার এই নাম রেখেছে বলতো আমায়
এ নাম নেয়ার নিয়ম কানুন বড়ই চমৎকার
কেউ গোপনে এ নাম জপে কেউ করে চিৎকার
কেউ নেয় নাম গুণে গুণে হিসেব নিকেষ করে
কেউ নেয় নাম অহর্নিশি হাটে ও বাজারে
কেন এত নিয়ম কানুন বলতো আমায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায়
কেউ বা ক্ষোভে কেউ বা লোভে করে তোমার নাম
কেউ অভাবে কেউ স্বভাবে পুরায় মনস্কাম
কেউ বা সুরে কেউ বেসুরে তোমারই নাম করে
কেউ বা লেখে নামের প্রভাব কেউ বা সেটা পড়ে
গোলক ধাঁধায় পড়ে কত সময় কেটে যায়
নামটা তোমার নাকি তুমি নামের বোঝা দায় ।
Y)
Subscribe to:
Posts (Atom)