
তবু আজো মাঁথা উঁচু করে দাঁড়িয়ে সত্যের সন্ধ্যানে।পৃথিবীতে মানুষের আয়ু গড়ে ৬০ বছর আর দিন হিসাব করলে ২১,৯০০দিন । যা কিনা এই পৃথিবীতে বাঁচার জন্য অতি অল্প সময় । আসুন না প্রতিদিন অন্তত একটি ভাল কথা ও যদি লেখা যায় তবেই মানুষ তার লক্ষাধিক ভাল কথা লিখতে পারে । যা দেশ ও জাতীর জন্য হতে পারে অনেক অনেক মুল্যবান। এই দেশটাতো আমার আপনার সকলেরই আই লাভ বাংলাদেশ ।। -ব্লগার " টিপু " মামা
Sunday, October 29, 2017
Sunday, October 15, 2017
" সৈয়দ ভিলায় " ডায়বেটিস গাছ।।
" সৈয়দ ভিলায় " ডায়বেটিস গাছ।।
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
গাছের নাম 'গাইনুরা'!
গাছের পাতায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ!
গাছের নাম ‘গাইনুরা’। এই গাছটির বৈজ্ঞানিক নাম এসেছে চীন থেকে। সরকারী নাসার্রিতে এই গাছটি পাওয়া যায়। নার্সারি থেকে গাছ নিয়ে অনেকে চাষাবাদ করছে এবং চড়া মূল্যে বিক্রিও করছে। পুরো নাম ‘গাইনুরা প্রকামবেন্স।’ স্থানীয়ভাবে এটিকে বলা হচ্ছে ‘ডায়াবেটিস’ গাছ। এই গাছের পাতা ও ডগা চিবিয়ে খেলে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এমনটাই বলেছেন কৃষিবিদরা। গাছের ধরন অনেকটাই মাটির উপর ২৪ থেকে ৩০ ইঞ্চির মতো লম্বা বা উঁচু হয়। পাতা ও ডগা অনেকটাই সাদা। তবে কোন কোন ক্ষেত্রে ডগা কালো হয়ে থাকে। যদিও গাছটির পাতা বা ডগা সেবনে ডায়াবেটিস নির্মূল হয় না। তবে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করে। খবর নিয়ে জানা গেছে, সকালে খালি পেটে ডগাসহ ৪টি পাতা ও রাতের খাবারের আধা ঘণ্টা আগে তিনটি পাতা চিবিয়ে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। গত বৃক্ষ মেলায় ঢাকার খামার বাড়িতে বেসরকারীভাবে এই গাছের চারা খুবই উচ্চ মূল্যে কেনাবেচা হয়েছে বলে জানা গেছে। এর চাষাবাদ অনেকে খোলা জায়গায় করলেও সৌখিন ব্যক্তিরা ফুল বাগানের মতো টবে চারা লাগিয়ে দিব্যি আহরণ করে খাচ্ছে। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কাছে এই গাছের চাহিদা প্রচুর। উল্লেখ্য, যে যাদের ডায়াবেটিস পুরনো বা ১০ বছরের উপরে তাদের এই গাছের পাতা সেবনে কি ধরনের প্রতিক্রিয়া বা রক্তের শর্করা কমে আসে কিনা এ বিষয়ে কোন মেডিক্যাল রিপোর্ট নেই। তবে বহু ডায়াবেটিক রোগী ওষুধ না খেয়ে এই গাছের পাতা সেবনে ভাল ফল পেয়েছেন ও এই গাছের পাতা খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন। তবে বিষয়টি নিয়ে মেডিক্যাল বিজ্ঞানীরা গবেষণা করলে প্রকৃত ফল বেরিয়ে আসবে।
[[ সপ্নের ফটোগ্রাফি ]]
ক্লিকঃ পনেরো দশ সতেরো।
সকাল আট ঘটিকায় তরতাজা।।
Tuesday, October 3, 2017
Subscribe to:
Posts (Atom)