Wednesday, September 9, 2015

ভিজবে যখন ভেজাও আমায় দুঃখ কিসের এমন করে মরন হবার।

রাতের আঁধারের কোলে শুয়ে আছে চাঁদ
ভোরের আলো এসে উদি দিয়ে যায় জানালায়
দক্ষিন বাতাস মেলে ধরে আঁচল, ফুলের ঝুলি
সোনালী দিনের পাখি শোনায় গান ঘুম ভাঙ্গানিয়া
অলস্য তেজী ঘোড়ার মত কেবল দৌড়ায়।
তোমার চোখে বৃষ্টি আছে, ভিজবো না
বৃষ্টির মত ঝর্ণাধারা হাসি আছে,
দুঃখগুলো গড়িয়ে গেলে মেঘ হয়ে যায়
সন্ধ্যা হলে আঁধার নামে, ডুবো না। 
আঁচলে তারা বাঁধা আছে সপ্নগুল
অবহেলায় রেখে আসা যত্নগুলো
তুমি আমি এক হয়ে যায়
ভিজবে যখন ভেজাও আমায়
দুঃখ কিসের এমন করে মরন হবার।
_ব্লগার টিপু মামা_




Thursday, June 25, 2015

এখন আমি ছাতিম গাছ দেখলেই দাড়িয়ে পরি..........

কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়..... 
মাটির সোঁদা গন্ধে কি যেন হয়ে গিয়েছিল আমার,
এক ছাতিম গাছের তলায় পুতে রেখেছিলাম আমার আত্মা।
এখন আমি ছাতিম গাছ দেখলেই দাড়িয়ে পরি,
ভালোভাবে লক্ষ্য করি, এটাই সেই গাছটা কিনা,
হয়তো ফেরত চাইব না, শুধু দেখব আছে কিনা আমার আত্মাটা ।।
_ব্লগার টিপু মামা_


Thursday, October 30, 2014

Blogger TIPU MAMA: মা তোমার হয় না কোন তুলনা....

Blogger TIPU MAMA: মা তোমার হয় না কোন তুলনা....: মা তোমার যার হয়না তুলনা লালন করেন যিনি আদর করেন যিনি সোহাগ ভোলানো আছলি মা পরশ ও মনি। যাদু মাখা হাতের আদর ভোলাতো যায় না সবাইতো ভূলে গেলে ওম...

মা তোমার হয় না কোন তুলনা....

মা তোমার যার হয়না তুলনা
লালন করেন যিনি
আদর করেন যিনি
সোহাগ ভোলানো আছলি মা
পরশ ও মনি।

যাদু মাখা হাতের আদর
ভোলাতো যায় না
সবাইতো ভূলে গেলে ওমা ভূলে না।
সবচেয়ে প্রিয় মা জননী
তাকে দু:খ দিও না। 




Friday, August 8, 2014

* তুই দূরে থাক যার খুশী থাক .....

তুই দূরে থাক 
যার খুশী থাক 
তোর ভাবনায় 
যে কেউ বেড়াক 
আমার দাবি তিল কখানা 
কেবল আমার 
আমার থাকুক
আমায় ভাবুক 
স্পর্শে কিংবা স্পর্শহীনে...