Tuesday, June 24, 2014

সোনার আঁচল ওড়াও তুমি যখন শ্রাবণ নামে আগুন ফাঁকে লাজে

সোনার আঁচল ওড়াও তুমি যখন
শ্রাবণ নামে আগুন ফাঁকে লাজে
স্বন্ধি করে প্রজাপতির পাখা
আমার হিয়া তোমার তরে সাঁজে ।।

আধেক দেখা আধেক ফেরা মুখে
মুখর শুধু ধারাক ধারাক জিয়া
জীয়নকাঠি তোমায় সপে হাসি
মরব বলে ভালোটি বেসেছি।। 

_ব্লগার টিপু মামা_






No comments:

Post a Comment