আমি ঢেউ বিহীন এক নদী রে
ঢেউ বিহীন এক নদী
প্রেম দরিয়া জলের ধারা
দুই কুলে তোরে বাঁধি রে
ভ্রমর যেমন ফুলের মধু
জমায় ক্লান্তিহীন
তুই আমারে রাখিস বেঁধে
সীমান্ত অসীম
তুই বিনে কী আমি বাঁচি
জল ছাড়া কী নদী
প্রেম দরিয়া জলের ধারা
দুই কুলে তাই বাঁধি
আমি ঢেউ বিহীন এক নদী রে
ঢেউ বিহীন এক নদী
প্রেম দরিয়া জলের ধারা
দুই কুলে তোরে বাঁধি
No comments:
Post a Comment