Friday, November 11, 2016

বটের ভাষ্কর্য !!
--------------------





Sunday, November 6, 2016

টলমলে জলের কোলে এমন ঘাটলা পিছনে টানে,

টলমলে জলের কোলে 
এমন ঘাটলা পিছনে টানে,
সুবর্ণ অতীত তার 
শ্যাওলা ভেঙে বলে, 
কী ! মনে আছে সেইসব দিন

স্বর্গময় ছিলো যা,আনন্দ ও গানে।

-----------




Friday, August 5, 2016

আমি ঢেউ বিহীন এক নদী রে ঢেউ বিহীন এক নদী,,,,,,,,,

আমি ঢেউ বিহীন এক নদী রে 
ঢেউ বিহীন এক নদী
প্রেম দরিয়া জলের ধারা 
দুই কুলে তোরে বাঁধি রে

ভ্রমর যেমন ফুলের মধু 
জমায় ক্লান্তিহীন
তুই আমারে রাখিস বেঁধে 
সীমান্ত অসীম

তুই বিনে কী আমি বাঁচি 
জল ছাড়া কী নদী
প্রেম দরিয়া জলের ধারা 
দুই কুলে তাই বাঁধি

আমি ঢেউ বিহীন এক নদী রে
 
ঢেউ বিহীন এক নদী
প্রেম দরিয়া জলের ধারা 
দুই কুলে তোরে বাঁধি





Friday, July 22, 2016

প্রেমিক কিংবা 
চাটুকার,
নয়তো হিটলার,
মনে রেখো -
শেষ হলে খেলা
নিঃসঙ্গ তুমি,
নিতান্তই একেলা।








Wednesday, July 20, 2016

স্বপ্নের দেশ আই লাভ বাংলাদেশ আমার গর্ভ ।

এমন রূপের মাঝে 
নিসঙ্গ বসে আছে কাক,
বেদনার গানটুকু 
আজ না হয় থাক।