Saturday, February 15, 2014

আমি বাবার কথা মত মহাপুরুষ হওয়ার হোম ওয়ার্ক করেই যাচ্ছি।

আমি বাবার কথা মত মহাপুরুষ হওয়ার
হোম ওয়ার্ক করেই যাচ্ছি।
ভরা পূর্ণিমা আমার মনে আবেগহীন
তরঙ্গের সৃষ্টি করে। 
আটচল্লিশটি বছর পার হয়ে গেল ।
আমার স্বপ্ন পূরনের 
ব্যর্থহীনভাবে হাঁটতে শুরু করেছি ।
সেই উনিশ শত সাতষট্টি সাল থেকেই 
অনাবৃত পায়ে তখন হাঁটতে বেরিয়ে পড়ি। 
আমার চোখে থাকে তৃষ্ণা। 
স্বপ্নপূরণের তৃষ্ণায় কাতর হয়ে 
ক্লান্তি হীনভাবে হেঁটে যাই।
তারপরেও 
এই পথ যদি না হয় শেষ ।।

-ব্লগার টিপু মামা-









Friday, February 14, 2014

Blogger TIPU MAMA: নিহারিকা বুঝবে তুমি বুঝবে , টিক তখনি বুঝবে , তোমার...

When I thakabana, 
he supposed, 
was the dise Hara, 
I just khujabe, 
eye float in water face, 
palm and delete, 
hide the tears wet mouth, 
khujabe an oddity to me, 
you know niharika know, 
mark only understood 
what I was you ..

- Blogger Tipu Mama -

নিহারিকা বুঝবে তুমি বুঝবে , টিক তখনি বুঝবে , তোমার আমি কি ছিলাম ।।

যখন আমি থাকবনা ,
তখন হয়তো বুঝবে ,
দিশে হারা হয়ে তখন ,
আমায় শুধু খুজবে ,
আঁখি জলে ভাসা মুখটি ,
হাতের তালুতে মুছবে ,
কান্না ভেজা মুখ লুকাতে ,
আমার বুকটি খুজবে ,
নিহারিকা বুঝবে তুমি বুঝবে ,
টিক তখনি বুঝবে ,
তোমার আমি কি ছিলাম ।।

-ব্লগার টিপু মামা-

ভালোবাসার কিছু ছবি ...















Thursday, February 13, 2014

Blogger TIPU MAMA: ভালোবাসা....তুমি কখনও বুঝতেই চাওনি ।

Blogger TIPU MAMA: caoni love .... You never know. : Were you ever dekhoni guiding you, you never think you know caoni was. With you in mind, because sometimes I khujoni!! Find out today ....

ভালোবাসা....তুমি কখনও বুঝতেই চাওনি ।

ছিলাম তোমার মনের আকাশে
তুমি কখনও দেখোনি ,
ছিলাম তোমার মনে
তুমি কখনও বুঝতেই চাওনি ।
কারণ তুমি কখনও আমায় মন দিয়ে খুজোনি !!
খুঁজে দেখো আজও.......
আমি আছি তোমার খুব কাছে ,
এখনো কোথাও হারিয়ে যাইনি....

ব্লগার টিপু মামা
















Monday, February 10, 2014

Blogger TIPU MAMA: আমার মত প্রেমহীন একা মানুষগুলোকে উৎসর্গ করলাম এই অ...

Blogger TIPU MAMA: আমার মত প্রেমহীন একা মানুষগুলোকে উৎসর্গ করলাম এই অ...: "দেখতে দেখতে আরো একটি ভালবাসা দিবস চলে এল সামনে !  কিন্তু এখন পর্যন্ত মনের গভীরে লুকিয়ে থাকা ভালবাসার না বলা কথাগুলো কাউকে মুখ ফুটে...

আমার মত প্রেমহীন একা মানুষগুলোকে উৎসর্গ করলাম এই অধম -ব্লগার টিপু মামা-

"দেখতে দেখতে আরো একটি ভালবাসা দিবস
চলে এল সামনে ! 
কিন্তু এখন পর্যন্ত মনের গভীরে লুকিয়ে থাকা ভালবাসার
না বলা কথাগুলো কাউকে মুখ
ফুটে বলতে পারলাম না।

এমন না যে এই
কলেজে কাউকে আমার পছন্দ
হয়নি, পছন্দ হয়েছে অনেককেই কিন্তু সবারই
কেউ একজন আছে যারা সেই প্রিয় মানুষের
চোখে চোখ রেখে হারিয়ে যাই
দূরে বহুদূরে আবার হাত ধরে ক্যাম্পাস ও এর
আশেপাশের সুন্দর
জায়গাগুলোতে ঘুরাঘুরি করে। অথচ আমি এখন
পর্যন্ত আমার প্রিয় ক্যাম্পাসের সব
সৌন্দর্য অবলোকন করতে পারিনি, কারণ
আমার তো তেমন কেউ নেই।
যাহোক, প্রথম যখন
কলেজে ভালবাসা দিবস দেখলাম
তখন ভেবেছিলাম, “এবার তো সবেমাত্র
আসলাম আগামীবার আর একা একা থাকব
না ততদিনে একজন মনের মানুষের
দেখা পাব” কিন্তু বিধিবাম।

অন্যান্যবারের মত
এবারো ভালবাসা ছড়িয়ে যাবে আকাঁশে বাতাসে
হৃদয়ে হৃদয়ে।
ফুলে ফুলে ভরে উঠবে পুরো ক্যাম্পাস।
আমার প্রিয় ছোট বন্ধুরা 
(রিটু,মহসিন,সাইফুল,নঈম,মিঠু,তপু,রোমেন,মোমেন...)
এত সব ব্যাস্ততার মাঝে যেটুকু
সময় পাবে তা তোলা থাকবে কারও একান্তে...।

প্রিয় মানুষের মিষ্টি কণ্ঠের
উদার আহ্বানে সাড়া দিতে বন্ধুরা আমার
বন্দুমাত্র পিছপা হবেনা। আমাকে উপহাস
করবে এখানে সেখানে পড়ে থাকা ফুলগুলো ।
একটা পাপড়িও জুটবে না আমার কপাঁলে ।

মাঝে মাঝে ভাবি, ছলনা করে হলেও
যদি কেউ হাতে হাতে রাখত, অন্তত একবার
ভালবাসি বলত!!! খুব অভাব বোধ করি একজন
পথচলার সহযাত্রীর। আমি এখন স্বপ্নহীন,
অন্ধ পথিক। আমার স্বপ্নমহল ধুলোয় মিশেছে।
ঘন কুয়াশা কেটে গিয়ে ঝলমলে সোনা রোদ
চারিদিক আলোকিত করলেও মনের
ভেতরটা সীমাহীন অন্ধকারেই থেকে গেল।
আমার সেই শাশ্বত প্রেম আর ধরা দিলো না......

আমার মত প্রেমহীন
একা মানুষগুলোকে উৎসর্গ করলাম এই অধম
-ব্লগার টিপু মামা-