তবু আজো মাঁথা উঁচু করে দাঁড়িয়ে সত্যের সন্ধ্যানে।পৃথিবীতে মানুষের আয়ু গড়ে ৬০ বছর আর দিন হিসাব করলে ২১,৯০০দিন ।
যা কিনা এই পৃথিবীতে বাঁচার জন্য অতি অল্প সময় । আসুন না প্রতিদিন অন্তত একটি ভাল কথা ও যদি লেখা যায় তবেই মানুষ তার লক্ষাধিক ভাল কথা লিখতে পারে । যা দেশ ও জাতীর জন্য হতে পারে অনেক অনেক মুল্যবান। এই দেশটাতো আমার আপনার সকলেরই আই লাভ বাংলাদেশ ।। -ব্লগার " টিপু " মামা
Wednesday, May 21, 2014
লোভ সাবা লোভ আমার যাবতীয় পীড়াপীড়ি
লোভ সাবা লোভ আমার যাবতীয় পীড়াপীড়ি তোর চোখে লোভ লালসা কিংবা লোভাতুর কিছু ছল বল কৌশল, স্বেচ্ছাচারি ছল লোভ সাবা! উল্টে দেখ, পাল্টে দেখ দেখ ভালোবাসা দেখা যায় কিনা
No comments:
Post a Comment