Tuesday, December 17, 2013

আমার ছোট বেলা 
====================
       
          ছোট বেলাতে আকাশ আর সমুদ্র নিয়ে বিস্তর কৌতুহল ছিলো ।
মনে মনে ঠিক করে ছিলাম আকাশ কিংবা সমুদ্র বিজ্ঞানী হবো ।
ঘাস ফড়িং এর মতো উড়ে বেড়াব সারা দুনিয়া,
নিত্য নতুন আবিস্কারের পেছনে ছুটবো দাবানলের মতো ,
জগতটাকে দেখবো নিজের মতো করে ,
মানুষ ঈস্যা করবে আমায় ,
কিন্তু এখন দেখছি জীবন চালাতে হচ্ছে ব্যবসা করে ।
ভালবাসি গান করতে, লেখালেখি করতে;
কাজ করতে আর কারণে-অকারণে রাগ করতে ।
-ব্লগার টিপু মামা-




No comments:

Post a Comment