(১)
মোর পাতে ঘি,
তোর তাতে কি
কিসের রে চোখ গরম-করা ?
আমরা হলাম
রাজার গোলাম
পঞ্চপুরুষ-পরম্পরা ।
(২)
দাদার দাদা
রাজ-পেয়াদা
চুটিয়ে আদায় করত মোহর,
দাদা সাহেব
খাস মোসাহেব
কচলাতো হাত অষ্টপ্রহর ।
(৩)
দাদার বাবা
খেলত দাবা
রাজার পাচক ছকুর সাথে ।
তার যে নাতি,
ধরত ছাতি
উঠলে নায়েব বাড়ির ছাতে ।
(৪)
আছেন মামা
এবং ধামা
সেই সুবাদে আমিও টাউট !
কাজেই তুমি
গোঁয়ার্তুমি
আর ক'রো না, গেট ইউ আউট !
...
No comments:
Post a Comment