Tuesday, November 19, 2013

হরতাল হরতাল হরতাল


" হরতাল হরতাল হরতাল "
-----------------------------


 হরতাল কিছু কথোপকথণ…

জনতাঃ এখন ভোটের মাস।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ বিদ্যালয় গুলোতে বার্ষিক পরীক্ষা।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষা।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ দ্রব্য-মূল্যের চরম উর্ধগতি।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ গাড়ি জ্বালাও পুড়াও ।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ রপ্তানীতে ব্যপক ধস্।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ আকশ্মিক পুড়ছে যান।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ পুড়ে যাচ্ছে  তাজা প্রাণ।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ আসছেন এক বিদেশিনী।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ জি...উনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী।

নেতাঃ তাতে কি? “হরতাল”।

জনতাঃ তো এখন দেন হরতাল ।

নেতাঃ না এখন নির্বাচনে যাব ।

--ব্লগার টিপু মামা--


No comments:

Post a Comment