Thursday, February 20, 2014

একুশ আনে

একুশ আনে 
======== 

একুশ আনে দীপ্তি প্রাণে, মুক্তিকামীর অহংকার 
একুশ আনে কথায় গানে সূর লহরীর অলংকার । 
একুশ আনে প্রাণের ছোয়া শব্দ স্রোতের ঝংকারে 
একুশ বাণে আলোক ছড়ায় মুক্তি ধনুর টংকারে ।

একুশ আনে ভাষার দাবী রুদ্ধ-বাকের মুক্তিতে 
একুশ আসে প্রাণের কথা ব্যক্ত করার যুক্তিতে ।
একুশ আনে সালাম রফিক বরকতে আর জাব্বারে 
একুশ আনে শফিউরে, আমজনতা বারবারে ।

একুশ শুরু বায়ান্নে যার একাত্তরে হয়নি শেষ 
একুশ আনে মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ।
একুশ শেখায় ছিঁড়তে শিকল দাসত্বেরী কাঁকন-হার 
একুশ শেখায় অত্যাচারীর ভাঙ্গতে আগল বারংবার ।

একুশ ফিরে আসলো, শপথ আনলো সাথে মজলুমের 
জালিম যতোর ভাঙ্গতে প্রাসাদ টুটিয়ে দিয়ে কাল-ঘুমের ।

-ব্লগার টিপু মামা-




No comments:

Post a Comment