Friday, February 21, 2014

কিছুই তো যায় না ভুলা, কিছুই তো যায় না বলা



কিছুই তো যায় না ভুলা, 
কিছুই তো যায় না বলা
শুধু শুধু ধুসর বিকেলে একা একা পথ চলা৷
ময়না পাখি গরমে থাকে না
প্রয়োজন শেষে কেউ মনে রাখে না
মেলা শেষে একা পড়ে থাকে বিষন্ন বট তলা৷
জীবনের নদী কোথাও থামে না
পাওয়া না পাওয়ার হিসাব মানে না
বেলা শেষে ব্যাথার ময়না ছড়িয়ে ফুরায় নিস্ফলা৷ 
আদিত্য অনীক

-ব্লগার টিপু মামা-


সেরা কিছু ছবি









No comments:

Post a Comment