Tuesday, February 4, 2014

গান গাইয়া আমার মনরে বুঝাই...Top Comilla Mohanagori


গান গাইয়া আমার মনরে বুঝাই

মন থাকে পাগলপারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া

গানে বন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি
পাবো বলে আশা রাখি
না পাইলে যাবো মারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া

গান আমার জপমালা
গানে খুলে প্রেমের তালা
প্রাণ বন্ধু চিকন কালা
অন্তরে দেয় ইশারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া

ভাবে করিম দীনহিন
আসবে কি আর শুভ দিন?
জল ছাড়া কি বাঁচিবে মীন
ডুবলে কি ভাসে মড়া?
আর কিছু চাইনা মনে গান ছাড়া

-ব্লগার টিপু মামা-






1 comment:

  1. Wonderful Page
    Please Visit.......
    http://tipumama.blogspot.com/2014/02/top-comilla-mohanagori.html#comment-form

    ReplyDelete