Sunday, February 9, 2014

বিষন্নতা এক ধরনের শিল্প

বিষন্নতা এক ধরনের শিল্প। 
এ শিল্পচর্চায় মনোনিবেশ করেছি। 
নির্জন জোনাকির দেশে বসবাসকারী 
প্রেমিকার আচরণ যদি শিশু সুলভ হয় 
তাহলে এ চর্চা অধিক ফলপ্রসূ হয়।

এক কবিতায় লিখেছিলাম -
'বিষন্নতা বিরোধী সমাবেশে 
তুমি আমি অনেক দূরে চলে গিয়েছিলাম  
মনে আছে তোমার?
আগামীতে ও তুমি আমি ভূত হবো
ফুল, পাখি, রোদ ঝরে যাবে
ঠোঁটের ইশারায়! '

কবিতার বয়স বাড়ে না, 
কুয়াশা শুধু মরে যায়। 
প্রতিদিন আমিও মরে যাই। 
বিষন্নতায় ঘিরে আছে চারপাঁশ।
-ব্লগার টিপু মামা-










No comments:

Post a Comment