Thursday, November 14, 2013

সর্দি , জ্বর , কাশিঁর ছড়া ।।



[সাবধান : এ ছড়া মুখস্থ করার চেষ্টা করলে সর্দি লেগে যেতে পারে !]

বাঘবাসে ভুগি ডাই ঠাড্ডায়,
ফাল্গুডে পড়িলাব গাড্ডায়,
সর্দিতে হল ডাক বদ্ধ,
পাইডাকো আর কোডো গদ্ধ ।
        আব গাছে ধরেছে বুকুল,
        গুডগুড্ করে অলিকুল,
        টুড্টুডি সজডের গাছে
        গাড্ গায় আর খালি ডাচে। 
ডিবগাছে ঝুরুঝুরু ফুল,
বৌবাছি বধুতে আকুল। 
বহুয়ার বদির সুবাস
বাতাল হয়েছে বধুবাস ! 
--ব্লগার টিপু মামা--


No comments:

Post a Comment