গান গাইয়া আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া
গানে বন্ধুরে ডাকি
গানে প্রেমের ছবি আঁকি
পাবো বলে আশা রাখি
না পাইলে যাবো মারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া
গান আমার জপমালা
গানে খুলে প্রেমের তালা
প্রাণ বন্ধু চিকন কালা
অন্তরে দেয় ইশারা
আর কিছু চাইনা মনে গান ছাড়া
ভাবে করিম দীনহিন
আসবে কি আর শুভ দিন?
জল ছাড়া কি বাঁচিবে মীন
ডুবলে কি ভাসে মড়া?
আর কিছু চাইনা মনে গান ছাড়া
-ব্লগার টিপু মামা-


.gif)
Wonderful Page
ReplyDeletePlease Visit.......
http://tipumama.blogspot.com/2014/02/top-comilla-mohanagori.html#comment-form