যতবার বাড়ি থেকে ঢাকা যাই,আসি,ততবার কুমিল্লা আলেখার চর থেকে কাঁচপুর পর্যন্ত বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখি আর গুনতে চেষ্টা করি ইট ভাটার সংখ্যা। কোন দিন তিরিশ, কোনদিন চল্লিশ পর্যন্ত গুণেই রণেভঙ্গ দেই ।
চারিদিকের পোড়ামাটির গন্ধ,বিষময় সাদা ধোঁয়ায় চোখের নয়,মনের কষ্টটা বাড়ে। মনে পড়ে,এই দিগন্ত বিস্তৃত এই ইট ভাটাময় জমি গুলোতে এক সময় গাঢ় সবুজের প্লাবন,সুবর্ণ ফসলের ঢেউ দেখেছি বাসের জানালায় বসেই।
চারিদিকের পোড়ামাটির গন্ধ,বিষময় সাদা ধোঁয়ায় চোখের নয়,মনের কষ্টটা বাড়ে। মনে পড়ে,এই দিগন্ত বিস্তৃত এই ইট ভাটাময় জমি গুলোতে এক সময় গাঢ় সবুজের প্লাবন,সুবর্ণ ফসলের ঢেউ দেখেছি বাসের জানালায় বসেই।
No comments:
Post a Comment