Wednesday, June 22, 2016

এই মানুষটিরও স্বপ্ন ছিল, প্রজাপতি মন ছিল, ছিল পুষ্প-শুভ্র রূপ।

এই মানুষটিরও স্বপ্ন ছিল,
প্রজাপতি মন ছিল,
ছিল পুষ্প-শুভ্র রূপ।
হাঁটায় তাঁর ছন্দ ছিল,
বাজতো ঘুঙুর-নূপুর।
মেঘবরণ কেশ ছিল,
দুধ-আলতা রঙ ছিল,
হরিন কালো চোখ ছিল,
হয়তো একদিন
দিনও ছিল তাঁর ,
এমন দিন আসবে
তোমার আমার !!!





No comments:

Post a Comment