প্রকৃতির গণমৃত্যু.....
------------------
গণপরিবহনে ঘণমানুষের একজন হয়ে চলাচলের সুখই আলাদা। অামি অবশ্য এমন সুখের লোভে চলি না। চলি ,উপায় নাই বলে। তারপরও ধান্ধায় থাকি,ফাঁক খুঁজি, জানালার পাশে বসবার। জানালার পাশে সিট না পেয়ে,এক বাস ছেড়ে পরের বাসে উঠেছি। এটা আমার পুরোন ব্যামো। এই ব্যামোর মূল কারণ দেখা,দেখতে দেখতে আসা-যাওয়া। দিন গড়ানোর সাথে চেনা পথটারও চেহারা বদলায়। এই বদল কেবলই বেদনার, প্রকৃতির গণমৃত্যুর ছবি। তবুও আশায় থাকি,চেনারূপের ঘ্রাণ নেবার। জানালায় চোখের সাথে হাতে থাকে ছবি তোলার যন্ত্রটাও। এই চেনা ছবিটাকে মিস করিনি। জানি অন্যকোন দিন,অন্যবছর এখানেই হয়তো বুক চিতিয়ে,দাঁত কেলিয়ে দাঁড়িয়ে থাকবে ঢাউস সাইজের কোন দালান।
------------------
গণপরিবহনে ঘণমানুষের একজন হয়ে চলাচলের সুখই আলাদা। অামি অবশ্য এমন সুখের লোভে চলি না। চলি ,উপায় নাই বলে। তারপরও ধান্ধায় থাকি,ফাঁক খুঁজি, জানালার পাশে বসবার। জানালার পাশে সিট না পেয়ে,এক বাস ছেড়ে পরের বাসে উঠেছি। এটা আমার পুরোন ব্যামো। এই ব্যামোর মূল কারণ দেখা,দেখতে দেখতে আসা-যাওয়া। দিন গড়ানোর সাথে চেনা পথটারও চেহারা বদলায়। এই বদল কেবলই বেদনার, প্রকৃতির গণমৃত্যুর ছবি। তবুও আশায় থাকি,চেনারূপের ঘ্রাণ নেবার। জানালায় চোখের সাথে হাতে থাকে ছবি তোলার যন্ত্রটাও। এই চেনা ছবিটাকে মিস করিনি। জানি অন্যকোন দিন,অন্যবছর এখানেই হয়তো বুক চিতিয়ে,দাঁত কেলিয়ে দাঁড়িয়ে থাকবে ঢাউস সাইজের কোন দালান।
No comments:
Post a Comment