Wednesday, January 15, 2014

আজ সকাল নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিররণীতে জানানো হয়,


পনের/এক/চৌদ্দ

আজ সকাল নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিররণীতে জানানো হয়, আজ দেশে 
সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াড়াঙ্গায়, ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৪
 ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুরে ১১ দশমিক ৬, সাতক্ষীরায় ১২ দশমিক ৬, রাজশাহীতে ১২
 দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


তীব্র শীতের ভেতরে খেজুরের রস বিক্রির জন্য গ্রাম থেকে শহরের পথে হাঁটছেন বৃদ্ধ জয়নাল আলী

যশোর শহরের চৌরাস্তা মোড়। নিয়মিত ‘শ্রমিকদের হাট’ বসে এখানে। পেটের পীড়নে শীতের ভয় ফেলে 
আজ সকালেও কাজের অপেক্ষায় জবুথবু বসে ছিলেন শ্রমজীবীরা। 
লেপের আদর ফেলে যেতেই হবে জীবিকার সন্ধানে।

ট্রাকে করে আসা সবজি সারা রাত টুকরিতে করে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করার কাজে ব্যস্ত ছিলেন এই শ্রমিকেরা। কাজ শেষে টুকরিতেই ঘুম। সকাল গড়িয়ে কখন দুপুর হয়েছে, টেরও পাননি তাঁরা। কারওয়ান বাজার থেকে তোলা।

কুয়াশাচ্ছন্ন দিন। সূর্যের দেখা নেই। ঠান্ডায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ। আবর্জনায় আগুন জ্বালিয়ে তাঁদের একটু উষ্ণতা লাভের চেষ্টা।

মাঘের এই তীব্র শীতে জবুথবু হয়ে বসে আছেন এক বৃদ্ধা। 


-ব্লগার টিপু মামা-













No comments:

Post a Comment