Friday, January 31, 2014

পথ কখনও শেষ হয় না...।


পথ কখনও শেষ হয় না। 
দীর্ঘ ভ্রমণের পর গন্তব্যে পৌছেও 
কেউ স্থির থাকে না।
ছুটতে শুরু করে অন্য কাজে, 
অন্য পথে, অন্য আরেক লক্ষ্যস্থলে।
এক একটি দিন শেষ করে 
আমরা এগুতে থাকি চুড়ান্ত যাত্রার পথে। 
মানব মৃর্ত্যুই পথের সমাপ্তি। 
নিরন্তর ছুটে চলা মানুষের শেষ গন্তব্য।

-ব্লগার টিপু মামা-














No comments:

Post a Comment