তেলাপোকা অথবা আরশোলার চে নিশ্চিন্ত জীবন
-ব্লগার টিপু মামা-
৮ই জানুয়ারি, ২০১৪
প্রচন্ড শীতে লেপ ঘুম কাটাতে কাটাতে
বড্ড বেশী ক্লান্ত আমি
কত কিছুই তো করবার কথা ছিল
কত কিছূই তো করা দরকার
করা হোলনা বলে মাঝে মাঝে হা হুতাশ
জানালার ফাঁক গলে শীতার্ত মানুষের উদাম স্থির চিত্র
তন্দ্রার মাঝে ককটেল, বোমার বিস্ফোরনের শব্দ
শিয়রে জলন্ত আগুনের ওম নিয়ে আবারও ঘুমিয়ে পড়া
ঘুমের ক্লান্তিতে চোখ খুলে টযলেট, ন্যাপকিনের দায়সারা
অথবা মহাবিদ্রোহী হয়ে কোলযন্ত্রে দু আঙ্গুলের নরম চালাচালি !
তেলাপোকা অথবা আরশোলা তার চেয়ে বেশী সুস্থির নিশ্চন্ত যাপন –
No comments:
Post a Comment