Monday, January 20, 2014

একটি জীবন... বেড়ে উঠা... হাটি হাটি পা পা করে স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি... তারপর সেই মধ্যবিত্ত চাকুরে জীবন...।



একটি জীবন...বেড়ে উঠা...
হাটি হাটি পা পা করে স্কুল থেকে কলেজ কলেজ
থেকে ইউনিভার্সিটি... তারপর সেই মধ্যবিত্ত
চাকুরে জীবন...।
আজকে কোন কারণে স্যারের পড়াতে ইচ্ছে করছিল
না... স্যার নিজের চাকরীর ইন্টারভিউর
অভিজ্ঞতার কথা বলছিলেন আমাদের। স্যার
মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা নেই।
পড়াশুনা শেষ হওয়ার পর তার উপর চাপ ছিল
ফ্যামিলিকে সাপোর্ট দেয়ার। যখন একটার পর
একটা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু কোথাও কিছু
হচ্ছিল না... ঠিক সেই মুহুর্তে উনি শুনতেন এই বন্ধু
ওই বন্ধু চাকরী পেয়ে যাচ্ছে...মানবিক গুনের
কারণে উনার কাছে ব্যাপারটা হতাশার, কারণ
একে একে সবার গতি হয়ে যাচ্ছিল
তিনি ছাড়া...ইন্টারভিউ বোর্ডের
আজাইরা অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে যখন
বুঝতে পারতেন এখানেও টাকার
খেলা ইচ্ছে করতো সার্টিফিকেটটা ছিরে ফেলতে...।
আসলেই জীবনের একটা পর্যায়ে মধ্যবিত্ত
পরিবারের সন্তানদের কমবেশি এটা ফেস
করতে হয়।
বড়লোকের ছেলেরা সুপারিশের ঠেলায় সহজেই বড়
বড় পোস্টে জয়েন করতে পারে। কেউবা বাবার
ব্যাবসা ধরে।
স্যারের কথা শুনছিলাম আর ভাবছিলাম, থার্ড ইয়ার
প্রায় শেষ... কয়দিন পরেই ফোর্থ
ইয়ারে ...মানে ফাইনাল ইয়ার...
দেখতে দেখতে কেটে যাবে... তারপর পৃথিবীর
সমস্ত টেনশান মাথার রিসিভারে আঘাত
করতে থাকবে একে একে... হঠাত করেই কুয়োর ব্যাঙ
যেন সাগরে এসে পড়বে।
থাকবেনা আজকের এই বন্ধুত্ব আড্ডা হাসি...
কিংবা গল্প... প্রতিযোগিতার
ভিরে সম্পর্কগুলো আস্তে আস্তে হারানো শুরু করবে...
কারও খবর থাকবে কিংবা কারও থাকবেনা...
বাবার হোটেলের ছাদের নিচে আর
বসে থাকা যাবেনা... আর ছাদ
ছেড়ে বাইরে যাওয়া মানেই ভয়ঙ্কর বাস্তবতা... ।

-ব্লগার টিপু মামা-



No comments:

Post a Comment