Monday, January 20, 2014

আবেশ বুঁদে চক্ষু মুদে হুবহু তোর শরীর বোনা..

বালাই নেই ক্ষণ গণনার
লগন কষার পুরুত ঠাকুর
এই পুজোটা নিজের মতো শুধুই আমার

অনেকগুলো ছায়ার স্মৃতি
এমএমএসে শরীর কণা

যজ্ঞ কঠিন
মাটি ছেনে বিন্দু মিলাও
ঠিক যেভাবে উন্মোচিত 
ঠোট নাক মুখ
তিল ক'খানা

জরির জুতো
লাল কাচুলি আকড়ে থাকা 
প্রিয়তম লিম্ফোডিয়াম

এই পুজোতেই নিত্য আছি
ধারাবাহিক উপাসনায়
তোর কামনায়

আবেশ বুঁদে চক্ষু মুদে 
হুবহু তোর শরীর বোনা

জপতে থাকা
প্রেম পুজারীর
মন্ত্রপুত প্রণয় স্তবক

লাভ ইউ ভীষণ, শ্যাম প্রতীমা

(আধার সিরিজ-৫)

-ব্লগার টিপু মামা-








No comments:

Post a Comment