Thursday, January 16, 2014

প্যারাসিটামলের ক্ষতি......


প্যারাসিটামলের ক্ষতি
==================

মুড়ির মতো খাবেন না প্যারাসিটামল।প্যারাসিটামল ওষুধগুলো আমরা প্রায়ই মুড়ির
মতো খাই। জ্বরজ্বর লাগছে, ঠাণ্ডা লেগেছে, কথায় কথায় গিলে ফেললাম একটা নাপা।


একটু মাথা ব্যথা, পেট ব্যথা, কি দাঁত ব্যথা করছে, সমস্যা নেই একটা প্যারাসিটামল
খেয়ে ফেললাম, ব্যাস।অনেকেই জানে না অতি সহজলভ্য এ ওষুধটি কতটা ক্ষতিকর।

আমাদের দেশে আমরা ১টি প্যারাসিটামল ট্যাবলেট সাধারণত ৫০০ মিলিগ্রাম খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন যদি ১দিনে ২০০০ মিলিগ্রাম বা ৪টি নাপার বেশি যদি আপনি খান তাহলে পরিপাকতন্ত্রের ওপর কতটা ক্ষতি হতে পারে? এমনকি পাকস্থলী থেকে রক্তক্ষর ঘটনাও ঘটতে পারে? অথচ আমরা বলা নেই কওয়া নেই এ ওষুধ খেয়ে নিজের ক্ষতি করছি।

১২০০০মিলিগ্রাম বা ২৪টি ট্যাবলেট ১ দিনের মধ্যে খেলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

কথায় কথায় নাপা খাওয়া বন্ধ করেন। না হইলে পরে বুজবেন

কৃতজ্ঞতায়- ডাঃ আল মিজান-ব্লগার টিপু মামা-



No comments:

Post a Comment