Monday, January 27, 2014

সোনা বন্ধু ভুইলো না আমারে..

পাড়া-পড়শি বাদী আমার, বাদী কালনী নদী
মরম-জ্বালা সইতে না'রি, দিবা-নিশি কান্দি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কারে কি বলিব আমি নিজেই অপরাধী
কেঁদে-কেঁদে চোখের জলে বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি। —
সাগরে ভাসাইয়া কুল-মান
তোমারে সঁপিয়া দিলাম আমার
দেহ-মন-প্রাণ
সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণের তরে
সোনা বন্ধু ভুইলো না আমারে...


-ব্লগার টিপু মামা- 










No comments:

Post a Comment