Tuesday, January 14, 2014

আপনি কি ভেবেছেন পার হয়ে যাচ্ছে বিয়ের বয়স...?

একবার কি ভেবেছেন পার হয়ে যাচ্ছে বিয়ের বয়স?


কথিত আছে, ঈশ্বর নাকি সবাইকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন! প্রত্যেক নর এবং নারীর জন্য সৃষ্টি করা হয়েছে উপযুক্ত সঙ্গী এবং সঙ্গিনী। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে অনেকেই যে আজীবন অবিবাহিত থাকেন, তাঁদের জোড়া কি ঈশ্বর সৃষ্টি করেননি? এ প্রশ্ন এবং উত্তর দুটোই বিতর্কিত। তবে একটা কথা ঠিক যে, একটা বয়স পর্যন্ত বিয়ে না করলে সম্মুখীন হতে হয় নানা রকম সমস্যার। বিশেষ করে মেয়েদের। একজন পুরুষ অনেক বয়স পর্যন্ত বিয়ে না করলেও তাঁকে যতটা না প্রশ্নের মুখোমুখি হতে হয়, তারচেয়ে শতগুণ বেশি হতে হয় নারীকে। সেই সাথে পোহাতে হয় নানা রকম সমস্যা। নারী-পুরুষ উভয়কেই সইতে হয় সামাজিক গঞ্জনা, শুনতে হয় কটু কথা, ভুগতে হয় বিষণ্নতায়। একের পর এক বাধা আসতে থাকে দৈনন্দিন জীবনযাপনে।
একজন মানুষ নানা কারণে বিয়ে না করে থাকতে পারেন। মনের মতো সঙ্গী খুঁজে না পাওয়া, বিয়ের বন্ধনে বিশ্বাস না থাকা, আবার অনেক সময় অনবরত বিয়ের সম্পর্কে ভাঙ্গন দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়েও অনেকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু একটু বেশি বয়স হয়ে যাওয়ার পরই শুরু হয় যন্ত্রণা। কী করে সামলাবেন এসব? প্রতিটা মানুষেরই রয়েছে নিজের উসুলে জীবনযাপন করার অধিকার। তাহলে কেন একজন মানুষকে মুখোমুখি হতে হয় এত সমস্যার? আর কী-ই বা তার সমাধান?

সামাজিক গঞ্জনা :

আমাদের সমাজে অবিবাহিত মানুষরা যেন চক্ষুশূল! তাই প্রতিনিয়তই তাঁকে শুনতে হয় অকথ্য কুকথ্য নানা কথা। এমনকি আপনজনেরাও শোনাতে থাকেন কটু কথা, তাঁর জন্য সমাজে সম্মানহানি হচ্ছে এমন কথাও বলেন। তাঁদের গণ্য করা হয় অলক্ষুণে হিসেবে। বিশেষ করে, নানা সামাজিক আনুষ্ঠানিকতায় অবিবাহিত বেশি বয়সী নারীরা তাই বাদ পড়ে যান। এছাড়াও নানা দুর্ভোগের কারণ হিসেবে দোষ দেয়া হয় তাঁদের।
যে যাই বলুক না কেন, ভেঙে পড়বেন না। সমাজ যেহেতু আপনার সমস্যা বোঝার চেষ্টা করছে না, তাই আপনারও দরকার নেই তাদের কথা শোনার। বরং তাদের পাত্তা না দিলেই দেখবেন, তারা এক সময় চুপ করে গেছে। তাই এসব গঞ্জনায় কান দিয়ে না দিয়ে নিজের কাজ করে চান।

কুত্‍সা রটনা :

একটা সময় পার করে যাবার পর অবিবাহিত নারী ও পুরুষদের নামে ছড়াতে থাকে নানা ধরনের কুত্‍সা। স্বাভাবিকভাবেই এগুলোর বেশির ভাগ হয় মিথ্যা। যেমন - হয়তো প্রেমে অসফল হয়েছে, তাঁর মাথায় সমস্যা আছে, হয়তো পরকীয়া আছে ইত্যাদি। এমনকি চরিত্র নিয়ে লোকজন বলে নানান কুকথা।
একজন মানুষের ওপরে স্বাভাবিকভাবেই বিষয়গুলো চাপ ফেলে। মাথা গরম করে মেজাজ খারাপ করাটাও খুবই স্বাভাবিক। তবে পরামর্শ হলো যে, যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখুন। তর্ক করলে বা রাগারাগি করলে অপরপক্ষ আরো সুযোগ পেয়ে বসবে। তাদের প্রতিহত করার চেষ্টা করলে তারা আরো নোংরা কথা ছড়াবে। খুব বেশি সমস্যা করলে তাদের বলুন ব্যাপারটি প্রমাণ করতে। এসব কথায় কান না দিয়ে শক্ত থাকুন।

চিনে রাখুন সুযোগসন্ধানীদের :

আপনার বিয়ে না করার ব্যাপারটির সুযোগ নিতে পারে অনেকেই। বিশেষ করে বিত্তশালীদের ক্ষেত্রে সমস্যা হয় বেশি। একজন বিত্তশালী অবিবাহিত অথচ বয়স্ক পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারে কম বয়সী লোভী নারীরা। তারা বিয়ে করবে না, স্বার্থ উদ্ধার হয়ে গেলে ছেড়ে রেখে চলে যাবে। আবার একজন অবিবাহিত নারীর সুযোগ নিতে পারে অনেক কুরুচিসম্পন্ন পুরুষ। এসব সুবিধাভোগী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন।

হোন অর্থনৈতিকভাবে সাবলম্বী :

আমাদের সমাজে মেয়েদের অন্যতম সমস্যা হলো আর্থিক নিরাপত্তা। এ নিরাপত্তার জন্য মেয়েরা সাধারণত বাবা, ভাই বা স্বামীর ওপর নির্ভর করে থাকে। বিয়ে না করার সিদ্ধান্ত নিলে প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো অর্থনৈতিকভাবে নিজেকে সাবলম্বী করে তুলতে হবে যাতে কারো কাছে হাত পাততে না হয়। কারণ যখনই আপনি কারো ওপর অর্থনৈতিকভাবে নির্ভর করবেন, সে কিন্তু আপনাকে কথা শোনানোর সুযোগটা পেয়ে যাবে। বিশেষ করে এ কথাটি শুনতে হবে যে, স্বামী থাকলে তো আর কারো কাছে চাইতে হতো না! এবং এ কথাটা শুনতে অবশ্যই খারাপ লাগবে। তাই ছোট-বড় যে কাজই করুন না কেন, নিজেকে করে তুলুন অর্থনৈতিকভাবে সামলম্বী।

ভবিষ্যতের চিন্তা করুন :

মানুষের বিয়ে করার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে ভবিষ্যতে সামাজিক ও অর্থনৈতিকভাবে নিরাপদ থাকা। ভবিষ্যতে সাধারণ সন্তানরাই এ নিরাপত্তাগুলো পিতা-মাতাকে দিয়ে থাকে। অবিবাহিত থাকলে যেহেতু আপনার সন্তান-সন্ততি থাকবে না, সেহেতু আপনি এই সুবিধাটুকু পাবেন না। আপনার ভবিষ্যতের কথা ভাবতে হবে আপনাকেই। উপার্জন করুন এবং ব্যয় করুন চিন্তাভাবনা করে। সঞ্চয় করুন এমনভাবে যাতে আপনার ভবিষ্যত্‍ থাকে অর্থনৈতিকভাবে নিরাপদ। নিজের অবস্থানটাও পাকাপোক্ত করুন। এতে সামাজিকভাবেও নিরাপদ থাকবেন।

শারীরিক সমস্যায় সতর্ক হোন :

অবিবাহিত বেশি বয়সী নারীদের দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা। এর মধ্যে হরমোনের সমস্যা ও স্তন টিউমার অন্যতম। পুরুষদেরও হতে পারে নানা ধরনের রোগ। তাই ছোটখাট অসুখ-বিসুখকেও হেলাফেলা করবেন না। কারণ ছোট সমস্যা থেকে দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা। নিজের শরীরের যত্ন নিন। নিয়ম মেনে চলুন। নিয়মিত নিজের ডাক্তারি পরীক্ষা করান।

দূর করুন নিঃসঙ্গতা বোধ :

অবিবাহিত থাকার একটা সমস্যা হলো একটা সময়ে গিয়ে নিঃসঙ্গতা বোধ আঁকড়ে ধরে। বিয়ের করার কথা একেবারেই মন থেকে দূর করে দেবেন না। যদি কখনো মনের মতো সঙ্গী বা সঙ্গিনীর দেখা পান তাহলে অবশ্যই বিয়ে করার কথা ভাবুন, সেটা যত বয়সেই হোক না কেন! আপনার যদি সামর্থ্য থাকে তাহলে কোনো শিশুকে দত্তক নিতে পারেন। এতে আপনার নিঃসঙ্গতা যেমন দূর হবে, তেমনি শিশুটি হবে আপনার বেঁচে থাকার অবলম্বন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও যোগ দিতে পারেন। এতেও আপনার সময় বেশ ভালো কেটে যাবে।

বিষণ্নতায় ভুগছেন? :

অবিবাহিত নারী ও পুরুষদের বিষণ্নতায় ভোগা খুবই সাধারণ একটা ব্যাপার। কারণ তাঁদের যে পরিমাণ সামাজিক ভোগান্তি ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়, তা স্বাভাবিকভাবেই বিষণ্নতার সৃষ্টি করে। আপনজনদের অবহেলা, বন্ধুবান্ধবদের কটুক্তি, লোকজনদের বাঁকা দৃষ্টি - সবকিছুর মুখোমুখি হয়ে ভেতরে ভেতরে ভেঙে পড়াটাই স্বাভাবিক।
নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করবেন না। নিজেকে প্রাধান্য দিন এবং নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তাভাবনা করুন। নিজেকে সবসময় অটোসাজেশন দিন যে, আপনি যা করছেন, তা ভালো করছেন। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। অবসর কাটান সৃজনশীল কাজ করে। দেখবেন, বিষণ্নতা কোথায় পালিয়ে গেছে! আর এতেও কাজ না হলে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।
-ব্লগার টিপু মামা-







No comments:

Post a Comment