Friday, January 17, 2014

পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট কেব্লের হাতে ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী ।

 বোকা বাক্সতে বন্দী



পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেব্লের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুঁচে গেছে দেশ কাল সীমানার গণ্ডী
ভেবে দেখেছো কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলেতে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দী
ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে


-ব্লগার টিপু মামা-



No comments:

Post a Comment